নেমন্তন্ন

82

মাঠ ভরেছে ধানে
ছয়িছে আছে সোনালি রঙ এইখানে ওইখানে
ধানের গোলা উঠবে ভরে মনে কতই আশা
স্বপ্ন জাগে কল্পনা আর অগাধ ভালোবাসা।

মাঠ ভরেছে ধানে
ডাক দিয়েছে পোষের মেলা মত্ত টুসুর গানে
কলসি ভরে খেজুর রসে কে যেন দেয় ডাক
খুশির উড়াল দিল দেখি হরিয়ালের ঝাঁক।

মাঠ ভরেছে ধানে
হিমেল বাতাস পরশ ছড়ায় মিষ্টি মধুর ঘ্রাণে
উঠোনজুড়ে সারি সারি থাকবে ধানের গাদা
এমন সময় চাষীর ঘরে ল²ী ঠাকুর বাঁধা।

মাঠ ভরেছে ধানে
খেজুর গুড়ের পিঠে পুলির স্বাদ কি সবাই জানে?
নবান্নের সেই স্বাদটা নিতে আসতে হবে গ্রামে
নেমতœন্ন পাঠিয়ে দিলাম সবুজ পাতার খামে।