নওফেলের নৌকা মার্কার সমর্থনে মুক্তিযোদ্ধা সংসদের গণসংযোগ

91

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ‘নৌকা’ প্রতীকে ভোট প্রদানের সমর্থনে নগরীর দারুল ফজল মার্কেটের সামনে থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড। গত ২৩ ডিসেম্বর রোববার সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোজাফফর আহমদের নেতৃত্বে ট্রাকে করে নির্বাচনের গণসংযোগ শুরু হয়। বীর মুক্তিযোদ্ধারা নগরীর নিউ মার্কেট, কোতোয়ালী মোড়, জেলা পরিষদ মার্কেট, লালদীঘি, জহুর হকার্স মার্কেট, হযরত আমানত শাহ (র.)-এর মাজার, আন্দরকিল্লা সিটি কর্পোরেশন এলাকা, জামাল খান, চেরাগী পাহাড়, পাথরঘাটা, চকবাজার, দেওয়ান বাজার, কাজীর দেউরী, জিইসি মোড়, ওয়াসা মোড় ও বাকলিয়া এলাকায় গণসংযোগে গিয়ে এলাকাবাসীর কাছে মুক্তিযুদ্ধের প্রতীক ব্যারিস্টার নওফেলের ‘নৌকা’ মার্কায় ভোট প্রদানের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে গণসংযোগে অংশ নেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, আবুল কাশেম চিশতি, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, খোরশেদ আলম (যুদ্ধাহত), পাহাড়তলী থানা কমান্ডার হাজী জাফর আহমদ, কোতোয়ালী থানা কমান্ডার সৌরিন্দ্রনাথ সেন, খুলশী থানা কমান্ডার মো. ইউসুফ, বন্দর থানা কমান্ডার কামরুল আলম, পাঁচলাইশ থানা কমান্ডার আহমদ মিয়া, কোতোয়ালী থানার ডেপুটি কমান্ডার রফিকুল আলম, হালিশহর থানার ডেপুটি কমান্ডার ময়নুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, দুলাল রায়, সৈয়দ আহমদ, আশীষ গুপ্ত প্রমুখ। নির্বাচনী গণসংযোগকালে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে মুক্তিযুদ্ধের প্রতীক ‘নৌকা’ মার্কায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ভোট দিয়ে নির্বাচিত করে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিজ্ঞপ্তি