দীঘিনালায় বাজারে অগ্নিকান্ড

48

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে আগুনে পুড়ে গেছে ৪টি দোকান। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে একটি কুলিং কর্নার, একটি মুদির দোকান, ওষুধের দোকান, একটি গ্লাসের দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দীঘিনালা ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্ত আপ্যায়ন স্টোরের মালিক মো. খোকন জানান, রাত বারোটায় দোকান বন্ধ করে বাড়ীতে যাই। হঠাৎ মসজিদের মাইকে আগুন লাগার খবর পাই। দোকান থেকে কোন মালামাল উদ্ধার করতে পারিনি।
বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিম বলেন, ফায়ার সার্ভিস ইউনিট এবং স্থানীয় ব্যবসায়ীসহ সকলের প্রচেষ্টায় পুরো বাজারকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
দীঘিনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিস এর স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি।