তুরস্কে ভূমিকম্পে নিহত ৯

10

তুরস্কে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে তিন শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। ঘরবাড়ি ভেঙে আরো অন্তত ৩৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। বিবিসি জানায়, রোববার ইরানের সীমান্তবর্তী গ্রাম হাবাস-ই ওলে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে ৪৩ টি ঘরবাড়ি ভেঙে পড়েছে। ধ্বংসস্তুপে অনেকে আটকা পড়েছে।
তুরস্কের গণমাধ্যমে প্রকাশিত ভিডিও তে উদ্ধার তৎপরতা দেখা গেছে। ভান প্রদেশের বাসকেল এ বরফাচ্ছাদিত পরিবেশের মধ্যে অনেক পরিবারকে প্রিয়জনদের খোঁজের অপেক্ষায় থাকতে দেখা গেছে। এক গ্রামবাসী রয়টার্স বার্তা সংস্থাকে বলেছেন, “ধ্বংসস্তুপের নিচে শিশুরা আটকা পড়েছিল। আমরা তাদের কণ্ঠ শুনেছিলাম বলে মনে হয়েছিল। তারপর কিছু একটা হল। ঠিক কী হল বুঝতে পারলাম না। পরে আমরা তিনটি দেহ টেনে বের করেছি।” ভান প্রদেশের গভর্নর মেহমেত বিলমেজ ধ্বংসস্তুপের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেছেন, ভূমিকম্পে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে প্রাণহানি ঘটেছে।