টিআইসির নবযাত্রা আজ

43

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) ‘নব আঙ্গিকে নবযাত্রা’র উদ্বোধনী অনুষ্ঠান আজ শনিবার। এর মধ্য দিয়ে প্রায় ৯ মাস পর টিআইসি সাংস্কৃতিক কর্মচাঞ্চল্যে ভরে উঠবে।
আজ শনিবার বিকেল ৪টা থেকে টিআইসি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বিকেল ৫টায় টিআইসির ‘নব আঙ্গিকে নবযাত্রা’র উদ্বোধন করবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। অতিথি থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি। উদ্বোধনী দিনে সমবেত গান, নৃত্য, নাটক ও আবৃত্তি পরিবেশিত হবে। খবর বাংলা নিউজের
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে স্বয়ংসম্পূর্ণ নাট্যভূমি ও সুস্থধারার সংস্কৃতিকেন্দ্র থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) ২০০৪ সালের ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর এর কার্যক্রম ও আধুনিক ব্যবস্থাপনা দেশীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়।
স¤প্রতি ভারত সরকারের সহায়তায় ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে এ প্রতিষ্ঠানটি অধিকতর আন্তর্জাতিক মানসম্পন্ন করতে যুগোপযোগী আধুনিকীকরণ, অত্যাধুনিক সরঞ্জাম সংযোজন ও পরিসর স¤প্রসারণের উদ্যোগ বাস্তবায়িত হয়।