জাতীয় গীতাপাঠ প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগ পর্ব সম্পন্ন

115

আগামী ২৬ ডিসেম্বর ঢাকেশ^রী মন্দির মেলাঙ্গণে জাতীয় পর্যায়ের গীতা পাঠ প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে স্বর্ণ পদক প্রদান করা হবে। গত ১৩ ডিসেম্বর গীতা পাঠ প্রতিযোগিতা চট্টগ্রাম বিভাগ পর্ব সমাপনান্তে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত এ কথা বলেন। তিনি প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি ধর্মীয় মূল্যবোধ বিকাশে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের গীতা পাঠে গুত্বারোপ করেন।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভবগত গীতা পাঠ প্রতিযোগিতার চট্টগ্রাম পর্ব গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম মহানগর, কক্সবাজার, ফেনি, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা থেকে সর্বমোট ৭২জন প্রতিযোগি ক, খ ও গ বিভাগে অংশগ্রহণ করেন। বিভাগ পর্বের প্রতিযোগিতা ক বিভাগ থেকে সৃজন চৌধুরী, চন্দ্রিমা ভট্টাচার্য্য, অথৈ চক্রবর্তী খ বিভাগ থেকে অন্তিকা দে, কৃষাণ দত্ত, রিক্তা ভট্টাচার্য্য এবং বিভাগ থেকে অনুপম সেন, শুমি প্রভা দে, শুভ্র চৌধুরী সহ সর্বমোট ৯জন জাতীয় পর্যয়ের অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হন। প্রতিযোগিতা শেষে চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কল্লোল সেনের সঞ্চালনায় জেলার সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। প্রতিযোগিতায় অধ্যাপক শিপুল দে, মাস্টার রূপক শীলের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অধ্যাপক সচ্চিদানন্দ রায় চৌধুরী, দিলীপ ভট্টাচার্য ও শুকলাল পাল বিচারকের দায়িত্ব পালন করেন। কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক বাবুল শর্মা, ফেনি জেলা থেকে রাজেশ খগেশ দত্ত, এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, লক্ষীপুর জেলা থেকে শিমুল সাহা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি