ছবি ছড়ায় হাতি

396

লিখতে হবে ছড়া সঙ্গে আঁকবো আবার ছবি
আমি নাকি স্বয়ং হলাম শিল্পী এবং কবি !
হুকুম জারি করলো এসে আমার ছোট নাতি
ছড়া এবং ছবি হবে ভয়ংকর এক হাতি !

রঙিন পেন আর খাতা নিয়ে শান্ত মনে থেকে
নাতি বললে ছড়া ছবি দাওনা খাতায় এঁকে।
গভীর বনে দুষ্টু হাতি ভাঙ্গছে যে ডালপালা
কেমন করে ওর গলাতে পড়াই আমি মালা?

নাতি বললে বেশ তো আগে ছড়াই লেখো তুমি
খিদেয় হাতি ছটপটালে শান্ত হবে ভূমি?
শুনেই আমি কলার কাদি যেই এঁকেছি খাতায়
অমনি হাতি শুঁড়টি তুলে সেলাম জানায় মাথায়!

কলা খেয়ে শান্ত হয়ে বসল হাতি দুলে
অমনি তখন হাতির গলায় দিলাম মালা দুলে!
ছডা এবং ছবি দেখে নাতি ভীষণ খুশি
বলল তখন আমি এবার এই হাতিটাই পুষি!

হাতি এখন থাকে শুধু নাতির কাছে রোজ
মাঝে মধ্যে দেখায় আমায় করলে আমি খোঁজ !