চাষিদের মারধর করে ১০ লাখ টাকার মালামাল লুট

5

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে অর্ধডজনেরও বেশি চিংড়ি ঘেরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতদল লুট করে নিয়ে গেছে ছাগল, সৌরবিদ্যুতের ব্যাটারি, মোবাইল, লবণ মাঠের পলিথিনসহ অন্তত ১০ লক্ষ টাকার মালামাল।
গতকাল রবিবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের বহলতলী চিলখালী, ছোট চর, বড় চর ও উত্তরেরঘোনা চিংড়ি ঘেরে ডাকাতির এ ঘটনা ঘটে।
এসময় ডাকাতদের মারধরে বেশ কয়েকজন চাষী-শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন জাহাঙ্গীর আলম, নুরুল আলম, আরমান, জালাল আহমদ, সাহাব উদ্দিন। তাদেরকে উপজেলার বিভিন্ন হাসপাতালের চিকিৎসা দেয়া হয়েছে।
মারধরের শিকার শ্রমিকরা জানায়, রবিবার ভোরে ঘুম থেকে ওঠার আগেই সশস্ত্র ডাকাতদল চিংড়ি ঘেরে হানা দেয়। অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে তাদের মারধর করে মালামাল লুট করে নিয়ে গেছে।
তারা আরো বলেন, অধিকাংশ চিহ্নিত ডাকাত। সবার হাতে ভারী অস্ত্র থাকায় প্রতিরোধ করা সম্ভব হয়নি। তাদের কাছে চাষী-শ্রমিকরা অসহায়।
ঘের সংশ্লিষ্টদের অভিযোগ, প্রতি মৌসুমেই ডাকাতরা ঘেরে হানা দেয় এবং শ্রমিকদের মারধর করে লুটপাট চালায়। যার কারনে মৎস্য ও লবণ মাঠে কোটি টাকার বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে। চাষীদের নিরাপত্তা ও ডাকাত দমনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ বিষয়ে কেউ আমাদের জানায়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।