চাটগাঁইয়্যা নওজোয়ানের ঈদপুনর্মিলনী

52

চট্টগ্রামকে যুগে-যুগে স্মরণীয় ও পরিচিতির ক্ষেত্রে সারা বিশ্বে চট্টগ্রামের অনেক সংগঠন ও ব্যাক্তি কাজ করে সফল হয়েছে। আজ সারা বিশ্বে চট্টগ্রাম বন্দর নগরী নয় শুধু পর্যটন ও তার নিজস্ব ঐতিহ্যের জন্য পরিচিত। চাটগাঁইয়্যা নওজোয়ান এরই ধারাবাহিকতা বজায় রেখে চট্টগ্রামকে ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বের মানুষ এর মাঝে সম্প্রতি ১৫ জুন সন্ধ্যায় সিআরবিস্থ স্থানীয় একটি রেষ্টুরেন্ট ঈদ পূর্ণমিলনী‘১৯ অনুষ্ঠানে আগত অতিথিরা এসব বক্তব্য দেন। সংগঠনের সভাপতি জামাল আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামসুল হায়দার তুষার এর তত্ত¡াবধানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন পরিষদের আহŸায়ক বিষ্ণু বনিক ও সদস্য সচিব মঞ্জুর আলম মঞ্জুর সার্বিক সহযোগিতায় ঈদ পারিবারিক উৎসবে শুভেচ্ছা জ্ঞাপন করেন সংগঠনের সদস্যবৃন্দ। সেলিম আকতার পিয়াল ও ইলিয়াস ইলুর সঞ্চালনায় আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চসিকের প্যানেল মেয়র (১) কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ফিরিঙ্গীর বাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, গীতিকার ফারুক হাসান, ইমরান ফারুকী, কন্ঠশিল্পী ইকবাল হায়দার। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেন, গিয়াস উদ্দিন, মোহাম্মদ সেলিম মিয়া, ডা. রাকিবুল্লাহ, মতিনুল ইসলাম, মো: জসিম উদ্দিন, আবুল হাশেম চৌধুরী, মজ্ঞুরুল আলম বাবুল প্রমুখ। পুরো অনুষ্ঠানে রমজানের ঐ রোজার শেষে শীর্ষক গানের যন্ত্রসংগীতের মাধ্যমে উদ্বোধনীর পর একে একে সংগীত পরিবেশন করেন, নুসরাত শারমিন সুমী, উম্মে কাউসার নিঝুম, মুক্তা দাশ, রায়হান সুলতানা নীহা, জানে আলম জনি, মঞ্জুর আলম মঞ্জু, ইন্তেখার মান্না, শামসুর হায়দার তুষার, আনোয়ারে হায়দার রাজিন, ইকবাল হায়দার, সীমা সেন, মোজাহারুল ইসলাম, তিলক শীল, জামাল আমমেদ, সহ সংগঠনের অন্যান্য শিল্পীবৃন্দ। যন্ত্রসংগীতে ছিলেন কীবোর্ডে এসআই জুয়েল তবলায় পিপলু দাশ, প্যাডে মানিক দাশ, তাজুল ইসলাম, লীডে শাওন, বেইজে সানি ও অন্যান্য অনেক। সবশেষে সম্মিলিত আরো চাটগাঁইয়া নওয়াজোয়ান গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বিজ্ঞপ্তি