চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ৮২তম ব্যাচ কমিটির অভিষেক

28

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ৮২তম ব্যাচের নতুন কমিটির অভিষক অনুষ্ঠান সমিতির সভাপতি অধ্যক্ষ মির কফিল উদ্দীনের সভাপতিত্বে গত ১৮অক্টোবর সন্ধ্যা ৬টায় নগরীর হোটেল সৈকত মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। চবি ৮২ তম ব্যাচের নতুন কমিটির অর্থ সম্পাদক ফরমুজুল হক ফারুকের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চবি ৮২তম ব্যাচ সমিতির সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, সাবেক সভাপতি হুমায়ুন কবির চৌধুরী কাঞ্চন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ সাকী, সাবেক চাকসু ভিপি মো. নাজিম উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক শাহীন সুলতানা কাজল প্রমুখ। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ৮২’র নবনির্বাচিত সহ-সভাপতি মো: মুছা, জাফর সাদেক, যুগ্ম সম্পাদক শীলব্রত বড়ুয়া, দপ্তর ও প্রচার সম্পাদক মো. লোকমান, সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ ত্রিলক বরণ দে, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক মো: সাইফুল্লাহ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মাহবুবুল হক, আপ্যায়ন সম্পাদক ফরিদা পারভীন, আইন বিষয়ক সম্পাদক এড. নুরুরন্নাহার বেগম কুমকুম, মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা আক্তার, নির্বাহী সদস্য গাজী সরোয়ার আলম টুকু, রফিকুল ইসলাম শামিম, গাজী ফখরুদ্দীন রাজু, অধ্যাপক দিলওয়ার চৌধুরী, রোকেয়া ডলি, অঞ্জনা ভট্টাচার্য, আবু তৈয়ব মো জাহেদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা পৃথিবীর বিভিন্ন দেশে সুপ্রতিষ্ঠিত। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে তাদের পুর্ববর্তী প্রজন্ম থেকে শিক্ষা নিয়ে প্রযুক্তি নির্ভর উন্নত মনষ্ক দেশপ্রেমের মহান শিক্ষা নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভুমিকা রাখতে হবে। সভার শুরুতে নতুন কমিটির শপথ বাক্য পাঠকরেন সাবেক উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দীন চৌধুরী। সভায় কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। এছাড়া সভায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি