চন্দনাইশে স্বাধীনতা শুবাচ বইমেলা সম্পন্ন

82

মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে শুদ্ধ বানান চর্চা (শুবাচ) চন্দনইশ উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বইমেলা গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। গত ১৬ মার্চ দিনব্যাপী স্বাধীনতার শুবাচ বইমেলায় সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, শুদ্ধ বানান, শুদ্ধ উচ্চারণ, চিত্রাঙ্কন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী। শুবাচ প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি লেখক, গবেষক ড. মোহাম্মদ আমীনের সভাপতিত্বে ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম’র চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন শুবাচ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি শিক্ষক শাহজাহান আজাদ। আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সহকারি প্রধান শিক্ষক আবদুল মতিন, এনজিও প্রতিনিধি নুরুল হক চৌধুরী, নুরুল আলম প্রমুখ। এছাড়াও স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।