চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩টি স্থায়ী কমিটির সভা

48

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩টি স্থায়ী কমিটির সভা গত বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত স্থায়ী কমিটির মধ্যে অর্থ ও সংস্থাপন,দুর্যোগ ব্যবস্থাপনা ও আইন শৃংখলা স্ট্যান্ডিং কমিটি রয়েছে। সভায় মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে কাউন্সিলর শফিউল আলম, মো. আবুল হাশেম ও এইচ এম সোহেল। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জোবাইরা নার্গিস খান, কাউন্সিলর তারেক সোলাইমান সেলিম, হাজী নুরুল হক, সলিম উল্লাহ বাচ্চু, নাজমুল হক ডিউক, মো. গিয়াস উদ্দিন, মোহাম্মদ হোসেন হিরন, সফিউল আলম, হাসান মুরাদ বিপ্লব, জয়নাল আবদীন, মোহাম্মদ জাবেদ, এ এফ কবির অহমেদ মানিক,সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা জাবেদ, জেসমিনা খানম, ফারজানা পারভীন, জেসমিন পারভিন জেসি, শাহনুর বেগম, কর্পোরেশনের সচিব আবু সাহেদ চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস,প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মফিদুল আলম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সাইফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, রাজস্ব আদায়ে গতিশীলতা আনায়নে নগরীর প্রতিটি মার্কেট ও অলিগলিতে স্থাপিত দোকান অফিসের ট্রেড লাইসেন্স যাচাই বাছাই পূর্বক রাজস্ব আয় বাড়ানো, মাদক ও সন্ত্রাস বিরোধী ওয়ার্ড কমিটির তালিকা এখনো যারা জমা দেয়নি তাদের দ্রæত সময়ের মধ্যে তা জমা দেয়া, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণের জন্য মেয়রের মাধ্যমে জেলা প্রশাসনে আবেদন করার আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। বিজ্ঞপ্তি