চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনে ফজলুল কবির চৌধুরীর অবদান স্মরণীয়

69

বিশিষ্ট রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান, সমাজসেবী, ও শিক্ষানুরাগী জননেতা মরহুম আলহাজ একেএম. ফজলুল কবির চৌধুরীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার গহিরায় মানুষের ঢল নামে। এতে মরহুমের মাজারে নানানভাবে শ্রদ্ধা নিবেদন করেন প্রায় দুই শতাধিক প্রতিষ্টানসহ কয়েক হাজার মানুষ। এছাড়াও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যানার ও ফেস্টুন, শোক র‌্যালী ও স্মরণ সভার মাধ্যমে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। এসময় বক্তারা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন ফজলুল কবির চৌধুরী। যিনি এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী তুলে পার্লামেন্ট থেকে পদত্যাগেরও হুমকিও দেন। যার কারনে চট্টগ্রামসহ যুগযুগ ধরে স্বরণ করবে দেশের মানুষ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের মাজারে খতমে কুরআন, মিলাদ মাহফিল, মোনাজাত ও কবরে পুষ্পমাল্য অর্পন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মরহুমের পুত্র ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, এবিএম ফজরে রাব্বি চৌধুরী, মরহুমের পুত্র এবিএম ফজলে শহীদ চৌধুরী, দৌহিত্র ফারহান করিম চৌধুরী, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল আলম মঞ্জু, ডা. শেখ শফিউল আজম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, ইউএনও মো. জোনায়েদ কবির সোহাগ, সহকারি কমিশনার এহেসান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, শফিকুল ইসলাম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম চৌধুরী রানা, রাউজান পৌরসভা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মো.ইকবাল, অধ্যক্ষ কফিল উদ্দিন, অধ্যক্ষ মাওলানা সৈয়দ আবু মোস্তাক আলকাদেরী, এডভোকেট দীপক দত্ত, ইরফান আহমদ চৌধুরী, কামরুল ইসলাম বাহাদুর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ভূপেশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলী, রাউজান পৌরসভা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ রাউজান পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্ত্তী কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর এডভোকেট দিলীপ চৌধুরী, কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর আজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান শফিকুল ইসলাম, নোয়াজিষপুরের সরোয়ার্দী সিকদার, চেয়ারম্যান আলহাজ দিদারুল আলম, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফ, চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, চিকদাইরের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, কদলপুরের তছলিম উদ্দিন চৌধুরী, উরকিরচরের সৈয়দ আবদুল জব্বার সোহেল, পাহাড়তলীর রোকন উদ্দিন, নাসির উদ্দিন মাস্টার, যুবলীগ নেতা মফজল হোসেন, জাহাঙ্গীর আলম, সারজু মো.নাছের, আহসান হাবিব চৌধুরী, শওকত হোসেন, আ.জ.ম রাশেদ, দিদারুল আলম, তপন দে, হাসান মো. রাসেল, দিপলু দে দিপু, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী, অনুপ চক্রবর্তি, মো. আসিফ, গহিরা বঙ্গবন্ধু পাঠাগারের শ্যামল দত্ত, মো. মোসলেম উদ্দিন চৌধুরী, এমএস আজম খান, আলহাজ নুরুল আমিন, মোহাম্মদ ইসহাক, এনামুল হক, মো. ফোরকান, পূর্ব গুজরা ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম মেম্বার, মোহাম্মদ ইলিয়া মেম্বার, নঈম উদ্দিন চৌধুরী।