চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা পরিষদের সভা

21

আসন্ন শারদীয় দুর্গোৎসব ও শুভ মহালয়া উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদের এক জরুরি সভা ১৪ সেপ্টেম্বর (সোমবার) নগরীর আন্দরকিল্লাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পরিষদের সভাপতি জিতেন কান্তি গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক পরিমল দেবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের প্রাক্তন সভাপতি লায়ন দুলাল চন্দ্র দে, অ্যাড. কবিশেখর নাথ পিন্টু, বাবুল ঘোষ বাবুন, ড. বিপ্লব গাঙ্গুলী, প্রাক্তন সাধারণ সম্পাদক অরূপ রতন চক্রবর্তী, তাপস কুমার দে, ঝুন্টু চৌধুরী, অরূপ সেন, অ্যাড. নিলু কান্তি দাশ, ভবশংকর ধর, সুজন চক্রবর্তী, আশীষ মিত্র, রুবেল দেব, নরেশ দেব প্রমুখ। সভার শুরুতে মহামারি করোনায় এবং পরিষদের সদস্যদের পিতা-মাতা সহ শুভাকাঙ্খীদের মৃত্যুতে আত্মার সদগতি কামনা করে নিরবতা পালন করা হয়।
সভায় দেবীপক্ষের শুভ মহালয়া উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পটিয়া রামকৃষ্ণ সেবাশ্রমে পূজা অর্চনা, পুষ্পাঞ্জলি ও ভোগ নিবেদনের মধ্যদিয়ে উদ্যাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া আসন্ন শারদীয় দুর্গোৎসব সামাজিক দূরত্ব বজায় রেখে এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের ২৬ দফা ও সরকারি নিয়মনীতি মেনে উদ্যাপনে ঐক্যমত পোষণ করা হয়। দুর্গোৎসবে দক্ষিণ চট্টগ্রামে সুষ্ঠু ও সুচারুভাবে উদ্যাপনের লক্ষ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা-থানা প্রশাসনসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি