গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে

51

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বেগম খালেদা জিয়া সারা জীবন দেশের মানুষের ভোটের অধিকার, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। গণতন্ত্র ও ভোটাধিকার আন্দোলন স্তব্ধ করতে তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন ৭৪ বছর বয়সীর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ১৬ মাস যাবৎ কারাবন্দি রেখে ইতিহাসকে কলঙ্কিত করেছে।’
গতকাল বৃহস্পতিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে কোতোয়ালী থানা বিএনপি আয়োজিত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান। কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, সাংবাদিক জাহিদুল করিম কচি, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, শাহেদ বক্স, গাজী মো. সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সম্পাদকবৃন্দ শিহাব উদ্দিন মুবিন, মনোয়ারা বেগম মনি, এইচ এম রাশেদ খান, মো. আলী মিঠু, মাঈন উদ্দিন মো. শহিদ, নুরুল আকতার, ডা. সরওয়ার আলম, হেলাল চৌধুরী, হাজী নুরুল হক, অধ্যাপক ঝন্টু বড়–য়া, আবদুল বাতেন, সহ-সম্পাদকবৃন্দ এ কে এম পেয়ারু, আবদুল হালিম স্বপন, ইদ্রিস আলী, জেলী চৌধুরী, রনজিত বড়–য়া, ডা. লুসি খান, আবু মুসা, শফিক আহমদ, অ্যাড. আবদুল আজিজ, সালাহ উদ্দিন লাতু, থানা বিএনপির সম্পাদকবৃন্দ আফতাবুর রহমান শাহীন, আবদুল কাদের জসিম, নূর হোসেন, সদস্য ইউসুফ সিকদার, রেজিয়া বেগম মুন্নি, শাহেদা বেগম, ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম মফিজ উল্লাহ, নবাব খান, আলী আব্বাস খান, আলা উদ্দিন আলী নূর, খন্দকার নুরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সম্পাদকবৃন্দ সাদেকুর রহমান রিপন, জসিম মিয়া, আবু ফয়েজ, সাব্বির আহমদ, সৈয়দ আবুল বশর, অংগসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান জিয়া, জসিম উদ্দিন চৌধুরী, নাসিম চৌধুরী, মো. সেলিম, এরশাদ হোসেন, আশদুর রহমান টিপু, আলা উদ্দিন, মেজবাহ উদ্দিন মিন্টু, আনোয়ার হোসেন, মো. ইদ্রিস, সালাহ উদ্দিন প্রমুখ।
আবু সুফিয়ান বলেন, সরকার বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার করে বিএনপিকে ধ্বংস করতে চায়। শত অত্যাচার-নির্যাতনের মাঝেও বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে। নানান জুলুম-নির্যাতন, হামলা-মামলা দিয়েও দলের কর্মীদের বিচ্ছিন্ন করতে পারেনি এই ফ্যাসিস্ট ও প্রতারক সরকার।
আবুল হাশেম বক্কর বলেন, দেশের বিচার ব্যবস্থাসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান আজ ধ্বংস হয়ে গেছে, দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে এই অবৈধ সরকার। বিজ্ঞপ্তি