‘ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া’

53

উত্তর কোরিয়া এক সপ্তাহেরও কম সময়ে দ্বিতীয়বারের মত দুটো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী একথা বলেছে। উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনো-রি ঘাঁটি থেকে ছোড়া এ ক্ষেপণাস্ত্র দু’টি ৪২০ কিলোমিটার (২৬০ মাইল) এবং ২৭০ কিলোমিটার পথ অতিক্রম করেছে। এ ক্ষেপণাস্ত্রগুলো ঠিক কি ধরনের তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেছে, বিকালের দিকে ক্ষেপণাস্ত্র দুটো পূর্ব দিকে ছোড়া হয়।
পরমাণু আলোচনায় অচলাবস্থা অবসানের পথ খুঁজতে শীর্ষ এক মার্কিন দূত দক্ষিণ কোরিয়া সফরে থাকাকালে উত্তর কোরিয়া এ পরীক্ষা চালাল। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো ছাড় না পেয়ে এখন তাদের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে উত্তর কোরিয়া। ফেব্রæয়ারিতে ভিয়েতনামে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। কিমের প্রস্তাবিত চুক্তিকে বাজে আখ্যা দিয়ে ট্রাম্প এ থেকে সরে আসেন।