কাউখালীতে ইউপিডিএফ’র ২ চাঁদাবাজ আটক

157

রাঙ্গামাটির কাউখালীতে চাঁদার টাকা পাচারকালে ইউপিডিএফ’র দুই কাল্টেক্টরকে আটক করেছে যৌথবাহিনী। গত শনিবার মধ্যরাতে পৃথক অভিযানে দুর্গম বটতলী পুরাতন পোয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাত ৩টায় ইউপিডিএফ কাশখালী ইউনিটের কালেক্টর হ্লাগ্যা মারমা (৩৫) চাঁদার টাকা নিয়ে সিএনজি অটোরিকশা নিয়ে রাঙ্গামাটি যাচ্ছিলো। এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী কাশখালী এলাকায় অভিযান চালিয়ে সিএনজিসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছে নগদ ৫১ হাজার ৮০৭ টাকা, বিভিন্ন মডেলের ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃত ইউপিডিএফ নেতা উপজেলার বেতবুনিয়া চৌধুরী পাড়া গ্রামের ক্যাজাইলা মারমার ছেলে।
আটক হ্লাগ্যা মারমা দীর্ঘদিন ধরে কাউখালীর ঘাগড়া ইউনিয়নের কাশখালী, নাভাঙ্গা, নাকশাছড়ি বতটতলী পাড়াসহ আশপাশের এলাকায় ইউপিডিএফ’র কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছে বলে স্বীকার করেছে। উত্তোলিত চাঁদার টাকা নিয়ে সে রাঙ্গামাটি যাচ্ছিলো বলে জানিয়েছে। কাউখালী ইউনিটের কালেক্টরের দায়িত্বে থাকা ইউপিডিএফ নেতা প্রত্যাশা চাকমার রাঙ্গামাটি কার্যালয়ে এ টাকা পৌঁছানোর কথা ছিলো বলেও সে জানায়। ঐ নেতার বাড়ি রাঙ্গামাটির জেলার নানিয়ার চর উপজেলায় বলে জানা গেছে।
একই অভিযোগে গত শনিবার রাতে পুরাতন পোয়াপাড়া এলাকায় কালেক্টরের দায়িত্বে থাকা প্রশিক্ষণ চাকমাকে (৩৯) নগদ টাকাসহ আটক করে যৌথবাহিনী। আটক প্রশিক্ষণের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজীর মামলা রয়েছে বলে জানিয়েছেন কাউখালী থানার ওসি শহিদ উল্লাহ পিপিএম। হ্লাগ্যা মারমা দীর্ঘদিন যাবত এ এলাকায় চাঁদা উত্তোলনের দায়িত্বে ছিলো এবং চাঁদার টাকা ইউপিডিএফ’র রাঙ্গামাটি দপ্তরে নিয়ে যাচ্ছিলো বলে জানান ওসি।