কলম তোমার জন্য

65

কলম তোমার শক্তি অনেক
লাগাম ধরে টানো
এই কলমে লিখতে পারও
হাজার ছড়া গানও ।

কারণ তুমি সূর্যমুখী
তোমার কাছে গরিব-দুখি
সবাই অনুগামী,
কলম তুমি অনেক অনেক দামি।

খ্যাতি তোমার জগৎ জুড়ে
আকাশ কিংবা পাতালপুরে
স্বপ্নলোকের চাবি,
কলম তোমার মেজাজ কড়া
স্নিগ্ধ যেন বসুন্ধরা
কি করে যে চিনব তোমায়
থেকে থেকে ভাবি ।

তুমি কারো সুখ এনে দাও
আবার সর্বগ্রাসী,
তোমার আঁচড় খুব ধারালো
যেমন গলার ফাঁসি।

কলম তুমি বিদ্যাদেবীর
চপল প্রজাপতি,
তোমায় পেতে চায় সকলে
ল²ী সরস্বতী।