কর্তৃপক্ষ ও ঠিকাদারদের অবহেলার কারণেই নগরবাসীর ভুগান্তি

69

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি স্থায়ী পরিষদের সভাপতি ও দৈনিক পূর্বকোণ গ্রূপের চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী, কার্যকরী কমিটির চেয়ারম্যান ডাক্তার শেখ শফিউল আজম ও মহাসচিব আলহাজ¦ এইচ এম মুজিবুল হক শুক্কুর সংবাদপত্রে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে বলেছেন, জলাবদ্ধতা নিরসনে সরকার আন্তরিকতার সাথে এগিয়ে এসে হাজার হাজার কোটি টাকার প্রকল্প দিলেও তা বাস্তবায়নে সংশ্লিষ্ট কতৃপক্ষের ও ঠিকাদারদের অবহেলায় চট্টগ্রামের দুঃখ জলাবদ্ধতার নিরসনে হচ্ছে না। জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পের কাজ শুরু হলেও কোন এক অদৃশ্য কারণে তা যেন শেষ করা যাচ্ছেনা, নগরীর চাক্তাই খাল, মহেশখাল সহ সকল খাল উপখাল সমুহের সম্মুখে ভাগ স্লুচইস গেইট নির্মান করতে গিয়ে খাল সমুহের সম্মুখভাগ দীর্ঘদিন যাবৎ ভরাট হয়ে আছে, খাল সমুহের খনন কাজ করতে গিয়ে খালের ভিতরে স্তুূপকৃত মাটি গুলো পরবর্তীতে না সরিয়ে, সেখানে রেখে দেয়ার কারনে আবারো খালগুলো ভরাট হয়ে যায়, যৎকারণে খালগুলো আবারো আগের অবস্থানে ফিরে যায়, খালগুলোকে অবৈধ দখল মুক্ত করে, গভীরতাসহ খনন করে সেখান থেকে ময়লা, আবর্জনা গুলো সাথে সাথে বাহিরে ফেলে না দিলে বার বার খনন করেও কোন ফল পাওয়া যাবে না, বরঞ্চ ফলাফল উল্টোই হবে, নেতৃবৃন্দ অনতীবিলম্বে পরিকল্পিতভাবে নগরীর খালগুলো খনন করে রিটিইনিং ওয়াল নির্মান, কর্ণফুলী নদীর নিয়মিত খনন অব্যাহত রেখে, বিজ্ঞান ভিত্তিক সুয়্যরেইজ সিষ্টেম পয়নিস্কাসন পরিকল্পনা গ্রহন করে, নগরীকে জলাবদ্ধতা মুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ নগরীর সড়ক, মহাসড়কগুলো দ্রূত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আহবান জানান। বিজ্ঞপ্তি