করাচি একদিন ভারতের হবে : বিজেপি নেতা

23

মুম্বাইয়ের করাচি সুইটস নামের একটি মিষ্টির দোকানের নাম বদলাতে বলে এক শিব সেনা বিতর্ক উস্কে দেওয়ার পর তাতে যোগ দিয়েছেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্রে ফাড়নবিশ। ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দলটির এই নেতা, পাকিস্তানের করাচি শহরটিও একদিন ভারতের অংশ হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। স¤প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স¤প্রতি ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে শিব সেনা নেতা নিতিন নান্দোকার মুম্বাইয়ের দোকান মালিককে করাচি সুইটস নাম বদলাতে বলছেন। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘(আঞ্চলিক ভাষা) মারাঠিতে কিছু রাখুন।’
এনিয়ে বিতর্ক শুরু হয়। দলীয় নেতার ওই বক্তব্যের বিষয়ে শিব সেনার আরেক সিনিয়র নেতা সঞ্জয় রাউত বলেছেন, এটা দলীয় কোনও অবস্থান নয়। ওই বিতর্কের বিষয়ে বিজেপি নেতা দেবেন্দ্র ফাড়নবিশের কাছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা সেই মানুষ যারা অখন্ড ভারতে বিশ্বাস রাখি, আমাদের বিশ্বাস (পাকিস্তানি শহর) করাচিও একদিন ভারতের হবে।’