এবার দক্ষিণ জেলা জাপার সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা সম্পাদকের

44

পটিয়ায় নিজেদের প্রার্থীর পক্ষে কাজ করার বদলে নৌকার প্রার্থীকে সমর্থন এবং জেলা জাপার সাধারণ সম্পাদক ও দলীয় প্রার্থী নুরুচ্ছফা সরকারকে অবাঞ্ছিত করার দুই দিনের মাথায় জেলা সভাপতি সামশুল আলম মাস্টারকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জেলা জাপার সম্পাদক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়ার শান্তিরহাটস্থ নাঙ্গল প্রতীকের কার্যালয় উদ্বোধনকালে আয়োজিত সভায় তিনি এ ঘোষণা দেন। জেলা সভাপতির বিষয়ে কেন্দ্রের কাছে জানানো হয়েছে এবং তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, দল থেকে ব্যবস্থা নেয়ার আগে সময় থাকতে সরকারি দল আ’লীগে যোগদান করুন। আপনি ২০০৮ সালে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ঠিক একইভাবে এবারও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জেলা সভাপতি হিসেবে আপনি (সামশুল আলম মাস্টার) দলের গঠনতন্ত্র মানছেন না। তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান দেশে এলে জোটের প্রার্থীতার বিষয়ে আরো কিছু সিদ্ধান্ত হতে পারে। সে সময় পর্যন্ত পটিয়ায় আওয়ামী লীগের প্রার্থী সামশুল হক চৌধুরীকে অপেক্ষা ও ধৈর্য্য ধরার আহবান জানিয়ে তিনি বলেন, আমরা উভয়ে মহাজোটের শরীক। এ কারণে একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোড়াছুড়ি না করা ভালো। এছাড়া সামশুল আলম মাস্টারকে প্রশ্রয় না দেয়ার জন্য তিনি আ’লীগের প্রার্থী সামশুল হক চৌধুরীর প্রতি আহবান জানান।
উল্লেখ, পটিয়ায় নাঙ্গল প্রতীকে নুরুচ্ছফা সরকারকে দলীয় মনোনয়ন দেয় জাপা। কিন্তু নাঙ্গল প্রতীকের প্রার্থীকে নয়, নৌকা প্রতীকের প্রার্থী সামশুল হক চৌধুরীকে সমর্থন দিয়েছে জেলা ও উপজেলা জাপা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পটিয়া উপজেলা পরিষদের সম্মুখে একটি কমিউনিটি ন্টোরে আয়োজিত যৌথ সভায় জেলা জাপার সভাপতি সামশুল আলম মাস্টার নিজেদের প্রার্থী নুরুচ্ছফা সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে ভোট না দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, নুরুচ্ছফা সরকার নয়, সামশুল হক চৌধুরী মহাজোটের প্রার্থী। জোটের ইজ্জত বাঁচাতে হলে নৌকা প্রতীকে ভোট দিয়ে সামশুল হক চৌধুরীকে জয়ী করতে হবে। এরপর গতকাল সম্পাদক পাল্টা এই ঘোষণা দেন।