উন্নয়নে দিশেহারা হয়ে মিথ্যাচার করছে বিএনপি

58

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি একটি মিথ্যাচারীর দল, তারা আওয়ামী লীগের উন্নয়নে দিশেহারা হয়ে চরম মিথ্যাচার করছে। তারই অংশ হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতু ও কর্ণফুলী নদীর তলদেশে টানেল দরকার নেই বলে মন্তব্য করেছেন। তার দৃষ্টিতে নাকি এসব দরকার নেই।’
তিনি বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, ‘আপনারাও ক্ষমতায় ছিলেন, উন্নয়ন করতে পারেননি। হাওয়া ভবন খুলে দেশের সম্পদ লুটে খেয়েছেন। আর আপনাদের নেতা তারেক রহমান রঙ্গমহল তৈরি করেছেন। যতই ষড়যন্ত্র করেন না কেন বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবেই।’
তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে সাতকানিয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়ার গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত হওয়ায় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ এ গণসংবর্ধনার আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলমের সভাপতিত্বে কেরানী হাটে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, মুক্তিযাদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি, জাফর আলম এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, যুবলীগের কেন্দ্রীয় সদস্য শাহজাদা মহিউদ্দিন, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সেলিম উদ্দন, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জুবায়ের।
অনুষ্ঠান মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি কৈ সা হ্লা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা এড. মির্জা কচির, এড. সাইফুদ্দিন সিদ্দিকি, এড. মোহাম্মদ জহির উদ্দিন, জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিন, শাহিদা আক্তার জাহান, যুবলীগ নেতা একেএম আসাদ, আ স ম ইদ্রিচ, ওচমান আলী, সাইফুল ইসলাম সুমনসহ জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় এনামুল হক শামীম বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ভুল করেন না। তিনি সঠিক পদে সঠিক মানুষকেই পদায়ন করেন। তারই অংশ হিসেবে দলের পরিক্ষিত নেতা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।’
আমিনুল ইসলাম আমিন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীকে অনেক দিয়েছেন। আমার মত একজন ক্ষুদ্র ব্যক্তিকে কেন্দ্রীয় রাজনীতিতে সম্পৃক্ত করেছেন। আর আমার স্নেহধন্য অত্যন্ত ভদ্র ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে শুধু কেন্দ্রীয় রাজনীতিতে সম্পৃক্ত নয়, তাঁর বিশেষ সহকারী হিসেবেও নিয়োগ দিয়েছেন। এটি আমাদের জন্য অবশ্যই গর্বের বিষয়।’
ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া বলেন,‘আমার শিশু ও কিশোরকাল অতিবাহিত হয়েছে এ সাতকানিয়ায়। সেই সময় থেকে আমার সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক প্রজ্ঞাসম্পন্ন নেতাদের উপদেশ পেয়েছি। তাদের উপদেশগুলোকে পাথেয় হিসেবে নেওয়ার কারণেই আজ আমি এ অবস্থানে আসতে পেরেছি। আমি যে বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী এটি সব কিছুর উর্ধ্বে। আমি আওয়ামী লীগের কর্মী পরিচয় দিতেই গর্ববোধ করি। যতদিন বেঁচে থাকব ততদিন যেন আমি আওয়ামী লীগের কর্মী আর শেখ হাসিনার কর্মী হিসেবে থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন। আমার সব যোগ্যতা দিয়ে এলাকার উন্নয়ন করার চেষ্টা করে যাব।’