‘উদ্ভট’ কারণে ভিসা বাতিল দুই খেলোয়াড়ের!

20

দু’দিন পর থেকে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিতব্য বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। চারজন টিটি খেলোয়াড় ভিসার জন্য আবেদন করলে দু’জনের ভিসা বাতিল হয়েছে ‘উদ্ভট’ কারণে।
ছেলেদের মধ্যে জাবেদ আহমেদ ও ইমরান হোসেন হৃদয় এবং মেয়েদের মধ্যে সোনম সুলতানা সোমা ও মৌমিতা আলম রুমি ছিলেন ভিসা পাওয়ার তালিকায়। কিন্তু শেষ মুহূর্তে জাবেদ ও হৃদয়ের ভিসা প্রত্যাখাত হওয়ায় তাদের আর যাওয়া হচ্ছে না।
হাঙ্গেরির দূতাবাসা ঢাকায় না থাকায় জার্মান দূতাবাস থেকে দেশটির ভিসা নিতে হয় খেলোয়াড়দের। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জার্মান দূতাবাসে গিয়েই বিপাকে পড়তে হয় দু’জন ছেলে খেলোয়াড়ের। দুই খেলোয়াড় হাঙ্গেরিতে গিয়ে ওই দেশেই থেকে যাবেন এমন ভয় থেকেই তাদের ভিসা প্রত্যাখান করা হয়েছে বলে জানা যায়।
ফেডারেশনের সহ-সভাপতি হাসান মুনীর এক সংবাদ মাধ্যমকে ভিসা প্রত্যাখানের বিষয়ে জানিয়েছেন, ‘আয়োজক দেশের (হাঙ্গেরি) ধারণা আমাদের জাবেদ ও হৃদয় তাদের দেশে থেকে যেতে পারে। সরাসরি তারা সেটা বলেও দিয়েছে। তাই তাদের ভিসা প্রত্যাখাত হয়েছে। তবে আমাদের চার কর্মকর্তা ও অন্য দুই খেলোয়াড়ের ভিসা ঠিকই হয়েছে।’