উত্তর ইছাখালীতে জ্যোতিশ্বরানন্দ গীতাশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

30

আনোয়ারার উত্তর ইছাখালীতে শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গীতাশ্রম ও গীতা বিদ্যাপীঠের ১১ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব দু’দিনব্যাপী মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে গত ১৬ ও ১৭ জানুয়ারি গীতাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
১ম পর্বে ধর্মসম্মেলনে উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন। জ্যোতিশ্বরানন্দ গীতাশ্রমের সভাপতি লায়ন দিলীপ কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া ছালেনূর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পূজা পরিষদের সাবেক সভাপতি অজিত কুমার নাথ, বাগীশিক দক্ষিণ জেলার দপ্তর সম্পাদক শিমুল দাশ, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হাইলধর ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষ কান্তি পাল, সংগঠক মনা শীল। স্বাগত বক্তব্য রাখেন জ্যোতিশ্বরানন্দ গীতাশ্রমের সাধারণ সম্পাদক ডা. সরোজ কান্তি চক্রবর্তী। গীতাশ্রমের সহ-সাধারণ সম্পাদক শিক্ষক রতন কান্তি শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভূমিদাতা অমর কান্তি মল্লিক, উপদেষ্টা রাখাল চন্দ্র শীল, মাদল মল্লিক, রঞ্জন মল্লিক, ইউপি সদস্য সন্তোষ শীল, জয় মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে ধর্মানুরাগী অরুণ বালা শীলের সার্বিক সহযোগিতায় অসহায়দের মাঝে শীতবস্ত্র ও গীতাপাঠ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল-বিশ্বশান্তি গীতাযজ্ঞ, গীতাপাঠ প্রতিযোগিতা, ভক্তি সঙ্গীতাঞ্জলি, গুরুপূজা, দীক্ষাদান, অন্নপ্রসাদ বিতরণ। বিজ্ঞপ্তি