উখিয়ায় খালের পাড় ধসে ৩ শিশু নিহত

37

উখিয়ার তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের (ক্যাম্প নম্বর-১৩) পার্শ্ববর্তী খালে গোসল করতে গিয়ে পাড় ধসে তিন শিশুর নিহত হয়েছে।
নিহতরা হলো-ক্যাম্পের বি-২ বøকের ইউনুচের কন্যা রাফিয়া (৬), পুত্র রায়হান (৪) ও সি-২ বøকের ওবাইদুল্লাহ’র কন্যা আছমা বেগম (৫)।
বুধবার দুপুর আড়াইটার দিকে ক্যাম্প সংলগ্ন খাল পাশ থেকে মাটি চাপা
পড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মো. আলী জানান, দুপুর ১টার দিকে ডবিøউএফপি’র ত্রাণ নিতে স্বজনদের সাথে বের হয় ওই ৩ শিশু। ঘণ্টাখানেক পরও ক্যাম্পে না ফেরায় পরিবারের তাদের খুঁজতে থাকে। একপর্যায়ে দুপুরে পার্শ্ববর্তী খালের পার ধ্বসে পড়তে দেখে সেখান থেকে মৃত অবস্থায় ৩ শিশুকে উদ্ধার করে প্রতিবেশীরা এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তাজনিমারখোলা ক্যাম্পের সহকারি ক্যাম্প ইনচার্জ রবিউল ইসলাম বলেন, মরদেহগুলো উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।