ইসরায়েলের হুঁশিয়ারি ইরানকে ইরাকে ঢুকতে দেওয়া হবে না

34

ইরানকে ইরাকে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েল। বুধবার দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোচাভি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি সাফাক। এমন সময়ে ইসরায়েলের পক্ষ থেকে এমন ঘোষণা এলো, যার একদিন আগে ইরাকের প্রধানমন্ত্রী পদে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে দেশটির ইরানপন্থীদের জোট। মঙ্গলবার তারা তেলসমৃদ্ধ বাসরা প্রদেশের গভর্নর আসাদ আল এইদানিকে ইরান সমর্থিত জোটের প্রার্থী ঘোষণা করে। জোটের মুখপাত্র আহমাদ আল আসাদি আল জাজিরাকে বলেন, পার্লামেন্টের সবচেয়ে বড় শক্তি হিসেবেই তারা প্রধানমন্ত্রী পদে বাসরা প্রদেশের গভর্নরকে মনোনয়ন দিয়েছেন। বুধবার ইসরায়েলের হার্জলিয়া শহরে এক অনুষ্ঠানে ইরাকের রাজনীতিতে ইরানের প্রভাব নিয়ে কথা বলেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ। তিনি বলেন, ইরানের রাষ্ট্রীয় বাহিনী কুদস ফোর্স প্রতিদিন ইরাকে উন্নত প্রযুক্তির অস্ত্রশস্ত্র সরবরাহ করছে।
ইসরায়েল এটা বরদাশত করবে না। লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোচাভি বলেন, ইরাক একটি গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। আর সেখানে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে ইরানি কুদস ফোর্স। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের কোথাও কোনও ছাড় দেওয়া হবে না।