ইডেনে ড্র হলেই খুশি প্রধানমন্ত্রী

20

কলকাতায় গোলাপি বলের রোমাঞ্চ। আজ বাংলাদেশ-ভারত প্রথম খেলতে নামবে দিন-রাতের টেস্ট। ম্যাচ দেখতে আমন্ত্রিত হয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোমাঞ্চিত তিনিও। ভারতে রওনার আগেরদিন ইডেন টেস্ট নিয়ে আশাবাদ ঝরল তার কণ্ঠে। বললেন, ড্র হলেই খুশি তিনি। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সেখানেই প্রধানমন্ত্রীর কাছে ইডেন টেস্ট নিয়ে সাংবাদিকরা প্রত্যাশার কথা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘ভালো কিছুরই আশা করছি। আমি ড্র হলেই খুশি।’ বাংলাদেশ-ভারতের ইতিহাসের প্রথম দিবা-রাত্রির টেস্ট মাঠে গড়াবে আজ শুক্রবার দুপুর দেড়টায়। সেজন্য সকাল ১০টায় কলকাতার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে ম্যাচের গোলাপি বল ও টসের জন্য বিশেষ গোল্ডেন কয়েন গ্রহণ করে তা দু’দলের অধিনায়ক এবং আম্পায়ারদের কাছে তুলে দেবেন। পরে মমতা ব্যানার্জীকে নিয়ে ইডেনের ঘণ্টা বাজিয়ে খেলা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা করবেন শেখ হাসিনা। উপভোগ করবেন প্রথম সেশনের মাঠের লড়াই। রাতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে খেলা ক্রিকেটারদের সম্মাননা জানানো হবে।