আমার বাবা

72

আমার বাবা এই পৃথিবীর সবচে’ সেরা বাবা,
বাবার মতো কাউকে তো আর যায় না মোটেই ভাবা।
ন্যায়-নীতি আর আদর্শ তাঁর ছিল বড় পুঁজি,
বাবা বলতে আমি শুধু এমন বাবাই বুঝি।

লোভ-লালসার হাতছানিতে দেন নি তিনি সাড়া,
পড়ালেখার জন্যে দিতেন সবচে’ বেশি তাড়া।
দুঃখ তাঁকে কোনদিনই করেনি তো দুখী,
দুঃখকে পাশ কাটিয়ে তিনি ছিলেন ভীষণ সুখী।

দুঃখ তো আর সুখের মতো নয় তো অতো নীচু,
তাইতো দুখের পক্ষপাতি ছিলেন তিনি কিছু।
আমার বাবা এমন বাবা সেরা আমার কাছে,
তোমাদের কি এমন একটা বাবা কারো আছে?