আফগানদের হারালো উইন্ডিজ

14

ভারতের লখনৌতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আফগানদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা। বুধবার ভারতরতœ শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯৪ রানে অলআউট হয় রশিদ খানের দল। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে উইন্ডিজ। তবে তৃতীয় উইকেটে জুটিতে সেই চাপ ভালোভাবেই সামাল দেন হোপ ও চেজ। ১৬৩ রানের জুটি গড়ার পথে অর্ধশতকের দেখা পান দুজনেই। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন চেজ। ৯৪ রান করে দলীয় ১৮৮ রানের মাথায় আউট হন তিনি। ৪৬.৩ ওভারে ১৯৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। হোপ ৭৭ রানে অপরাজিত থাকেন।আফগান বোলার মুজিব উর রহমান ২টি এবং নাভীন উল হক ১টি উইকেট নেন।

অনুশীলনে ব্যথা
পেলেন সাদমান

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করার সময় বাম হাতের কনুইয়ে ব্যথা পান সাদমান ইসলাম। অনুশীলনে ব্যাট করার করার সময় একটি বল লাফিয়ে উঠে সাদমানের হাতে লাগে। পরে ওই অবস্থায় মাঠ ছাড়েন তিনি। সাদমানের ইনজুরি গুরুতর কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ইনজুরি গুরুতর নয়। ফিজিওর সঙ্গে কথা হয়েছে।