আজ শুভ জন্মাষ্টমী

195

শুভ জন্মাষ্টমী। আজ শুক্রবার মহাবতার, ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। একই সঙ্গে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগের শেষদিকে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের কোলে এই মহাপুণ্য তিথিতে জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পৃথিবী থেকে দুষ্টের দমন ও সজ্জনদের রক্ষার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন।
পৃথিবীতে যুগে যুগে যখন অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন বেড়ে যায়, তখনই সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য বিভিন্ন অবতাররূপে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। শ্রীকৃষ্ণের জীবনী পাঠ ও তার দর্শন মানব ও বিশ্ব সমাজকে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার শিক্ষা দেয়। তার দর্শন ও প্রেমের অমিয় বাণী মনুষ্য সমাজে কার্যকর ভূমিকা রাখে। শুধু দুষ্টের দমনই নয়, এক শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী সকলের মাঝে নিয়ে আসে জাতি, ধর্ম নির্বিশেষে এক শুভ আনন্দময় বার্তা। জন্মাষ্টমীর অন্য নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী ও শ্রীকৃষ্ণজয়ন্তী। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই দিনে উপবাসে সপ্ত জন্মকৃত পাপ মোচন হয়। আর তাই এ দিনটিতে তারা উপবাস করে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন। এর সঙ্গে যুক্ত হয়, পূজার্চ্চনা, জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা, নাম সংকীর্ত্তন, লীলা প্রদর্শনী, ধর্মীয় আলোচনা সভা, বস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণসহ নানা কর্মসূচি। আজ ভোরে শঙ্খধ্বনি ও মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে নগরীর জেএমসেন হলসহ দেশব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু হবে। শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। এ উপলক্ষে বিটিভিসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে নানা আয়োজন থাকছে। সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করছে। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ, জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নানা কর্মসূচির আয়োজন করেছে।
সকাল দশটায় জেএম সেন হল প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা উদ্বোধন করবেন সহকারী ভারতীয় হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। সঙ্গে অতিথি থাকবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান প্রমুখ। দুপুর ১২টায় রয়েছে মাতৃসম্মেলন, বিকাল তিনটায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পাঁচটায় সনাতন ধর্মীয় মহাসন্মেলন। দিবাগত রাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজা এবং ষোড়শপ্রহরব্যাপী মহানাম শুভ সংকীর্ত্তনের অধিবাস। উষালগ্ন থেকে শরু হবে অহোরাত্র নাম সংকীর্ত্তন। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল কান্তি দে জন্মাষ্টমীর অনুষ্ঠানমালার প্রতিটি পর্বে সকলের আন্তরিক উপস্থিতি কামনা করেছেন।