অমিত শাহ নাগরিকত্ব আইন প্রত্যাহার হবে না

19

বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন থেকে কিছুতেই পিছপা হবেন না বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। এটি প্রত্যাহারের প্রশ্নই ওঠে না।
শুক্রবার যোধপুরে এক সমাবেশে বক্তব্যকালে তিনি এ ঘোষণা দেন। নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদকারীদের কঠোর সমালোচনা করে বিজেপি সভাপতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি আর কংগ্রেস আইনটির বিরুদ্ধে। তারা মিথ্যা ছড়াচ্ছে।
ইতালিয়ান বংশোদ্ভূত কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীকে ইঙ্গিত করে অমিত শাহ বলেন, যদি সাহস থাকে এসে আমার সঙ্গে বিতর্ক করুন। যদি নাহয়, আমি এটি (আইন) ইতালিয়ান ভাষায় অনুবাদ করে দিতে পারি, যেন আপনি পড়তে পারেন। তিনি বলেন, তরুণদের ভুল পথে পরিচালিত করায় তারা রাস্তায় নেমেছে।