অগ্নি জীবন চলা (জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে)

28

বাবা, মা, ভাই সকলকে হারিয়েও
অবিচল এক পাহাড় মাথা উঁচু করে
কেবলই সবুজ স্বপ্ন বুনছে নীল আকাশে।
শরতের কাশফুলের সাথে সাথে
জন্ম নেয়া স্বপ্নকন্যাতো
অবিরাম স্বপ্ন গড়ার যাদুকর;
এগিয়ে চলেছে সময় আর সময়ের সাথে
প্রত্ন-স্বপ্নের যাদুবাস্তবতা।
জনক জননী কিংবা অজস্র শহীদের
রক্তে রক্তে যে মাটিতে বন্যা হলো;
সে মাটিতে স্বপ্নের বৃক্ষ বুনতে বুনতে
সবুজ করতে চাইলেন; আপনি
চাইলেন নীল আকাশে কাশের সাদা
কবুতর উড়াতে…
আপনি শেষ পর্যন্ত সেই পথে হাঁটলেন,
যে পথে পিতা পেয়েছিলেন
স্বপ্ন যাদুর বাক্স। পথতো চলেছে
পথের সাথে, আর অজস্র স্বপ্নবান
মানুষ চলেছে আপনার সাথে সাথে।
কেননা, পিতার মতোন আপনিও জানেন
স্বপ্ন দেখার যাদু, জানেন
অন্যকে তা দেখাতে।
ফলত রক্তবানে জেগে উঠবে নতুন
ফসলী মাঠ, জেগে উঠবে সুবর্ণ দিন।
আপনিই আপনার পিতা, তার রক্তের ঋণ।
আগামী স্বপ্নের কোরক আপনি;
শুভ হোক আপনার অগ্নি জীবন চলা,
স্বপ্ন-জন্মের দিন।