অবসর ভেঙে বিশ্বকাপে খেলতে চান ডি ভিলিয়ার্সও

12

গেল ডিসেম্বরে দায়িত্ব নিয়েই এবি ডি ভিলিয়ার্সকে দলে ফেরানোর ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার নতুন কোচ মার্ক বাউচার। জানিয়েছিলেন তিনি ব্যক্তিগত উদ্যোগেই কথা বলবেন ডি ভিলিয়ার্সের সঙ্গে, চেষ্টা করবেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দলে নিতে।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে অভিষেক হয়েছে ডি ভিলিয়ার্সের। ব্যাট করতে নেমে প্রথম বলে দারুণ এক চার মারেন তিনি। শেষপর্যন্ত খেলেন ৩২ বলে ৫ চারের মারে করেন ৪০ রান। ম্যাচ শেষে কথা বলেন জাতীয় দলের ফেরার ব্যাপারে।
এরই মধ্যে জীবনে ৩৫ বসন্ত পেরিয়ে ফেলা ডি ভিলিয়ার্স বলেন, ‘(জাতীয় দলে ফেরার বিষয়টা) সত্যি হওয়ার আগে অনেক কিছুই পক্ষে আসতে হবে। আমি অবশ্যই (দক্ষিণ আফ্রিকার হয়ে) খেলতে ভালোবাসবো। (মার্ক) বাউচার, ফাফ (ডু প্লেসিস) এবং গ্রায়েম স্মিথের সঙ্গে আমার কথা হচ্ছে। আমরা সবাই চাচ্ছি এটা যেনো সত্য হয়।’