৫ম গ্লোবাল ফ্রেন্ডশিপ আর্ট ফেস্টিভ্যাল নেপাল – ২০২৩ এর উদ্বোধন

27

পূর্বদেশ অনলাইন
নেপালের রাজধানী কাঠমান্ডুতে নেপাল আর্ট কাউন্সিলে আজ উদ্বোধন হলো ৫ম গ্লোবাল ফ্রেন্ডশিপ আর্ট ফেস্টিভ্যাল নেপাল – ২০২৩। বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের আয়োজনে উক্ত ফেস্টিভ্যাল উদ্বোধন করেন নেপালে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্টদূত জনাব সালাউদ্দিন নোমান চৌধুরী। বাংলাদেশ, নেপাল, ভারতসহ ৯টি দেশের ৮৬জন চিত্রশিল্পীর মোট ১৬২টি শিল্পকর্ম নিয়ে উক্ত প্রদর্শনী চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের সভাপতি শিল্পী সাইফুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশের শিল্পী শর্মীলি সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের স্বনামধন্য শিল্পী হরি প্রসাদ শর্মা, কিরণ মালান্দার, বাংলাদেশের স্বনামধন্য শিল্পী কে এম এ কাইয়ুম ও সুফিয়া বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের মাননীয় রাষ্টদূত বলেন, শিল্পীদের কোনোভাবে সীমানার গন্ডিতে আবদ্ধ করা যায় না। শিল্পীরা মুক্ত প্রকৃতির সাথে দেশ থেকে দেশান্তরে ছুটে চলে। নিজের সংস্কৃতিকে অন্যের কাছে তুলে ধরে। মানুষের সাথে মানুষের মেলবন্ধন নির্মাণ করে। বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের আয়োজনে উক্ত ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে শিল্পী মোহাম্মদ রফিক, শর্মীলি সরকার, অনিক বড়ুয়া, ভারত থেকে শিল্পী সন্দ্বীপ ভট্টাচার্য, দিপিকা সাহা, অর্পিতা কর, তন্দ্রা ভদ্রসহ অংশগ্রহণকারী দেশ সমূহের ৬৪ জন শিল্পী ও অসংখ্য শিল্পানুরাগী- দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় রাষ্টদূত অংশগ্রহণকারী সকল শিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।