২৭ তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা চট্টগ্রাম ভেন্যুর খেলা কাল শুরু

7

 

চট্টগ্রামে হকির কোন টার্ফ নাই। এম এ আজিজ স্টেডিয়ামের সবুজ ঘাসের উপরেই দায়সারা লিগ হয় প্রতি মওসুমে, কিছুটা অনিয়মিত। তবে আগামী দু’বছরের মধ্যে চট্টগ্রামে টার্ফযুক্ত হকি মাঠের অভাবটা হয়তো থাকবেনা। জঙ্গল সলিমপুরে জেলা প্রশাসনের উদ্ধারকৃত ৩১০০ একর সরকারি জমির মধ্য থেকে ৪০ একর জায়গা সিজেকেএসকে দেয়া হচ্ছে তিনটি স্টেডিয়াম (ফুটবল, কিকেট ও হকি) বানানোর জন্য। এজন্য সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন আমাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।- কথাগুলো বলেছেন সিজেকেএস হকি কমিটির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আল আরাফাহ ইসলামী ব্যাংক ২৭ তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা ২০২২ এর চট্টগ্রাম ভেন্যূ পর্যায়ের খেলা শুরুর প্রাক্কালে গতকাল সিজেকেএস কন্ফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস হকি সম্পাদক লুৎফুল করিম সোহেল। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফসুফ ও সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। আগামী ১৫-১৮ অক্টোবর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য উক্ত প্রতিযোগিতায় চট্টগ্রাম ভেন্যূতে ৭টি দল দু’গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। দলগুলো হলো: চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা, রাঙ্গামাটি জেলা ‘ক’ গ্রুপে এবং চট্টগ্রাম শিক্ষাবোর্ড, ফেনী জেলা, চট্টগ্রাম বিভাগ ও নোয়াখালী জেলা ‘খ’ গ্রুপে। আগামীকাল ১৫ অক্টোবর শনিবার, বিকাল ৩.০০ টায় এম.এ আজিজ স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের রিজিওনাল অফিসার, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ এ আদেল, সহ সভাপতি ও চেয়ারম্যান টুর্নামেন্ট কমিট জাকি আহমেদ রিপন, ফেডারেশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউসুফ, সদস্য ও সম্পাদক (ভারপ্রাপ্ত) টুর্নামেন্ট কমিটি খাজা তাহের লতিফ মুন্না। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য ও হকি কমিটির চেয়ারম্যান আলহাজ¦ আবুল হাসেম।
এ প্রতিযোগিতার বাজেট নির্ধারণ করা হয়েছে সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা। বাংলাদেশ হকি ফেডারেশন ১,৭৫,০০০/- (এক লক্ষ পচাত্তর হাজার) টাকা প্রদান করেছে। এছাড়াও বাংলাদেশ হকি ফেডারেশন হতে অংশগ্রহণকারী প্রতিটি দলকে ৯/১০ টি হকি স্টিক, ৬ টি বল, জার্সি, মৌজা, গাড়ি ভাড়া, খাওয়া খরচ নগদ প্রদান করা হবে। দল গুলোর আবাসন ব্যবস্থা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা করবে। উদ্বোধনী দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ড বনাম নোয়াখালী জেলা (বেলা ১২টা) এবং চট্টগ্রাম জেলা বনাম কক্সবাজার জেলা (বিকেল ৩টা) ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রæপ লিগ শেষে দু’গ্রæপের সেরা দু’দল চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস হকি কমিটির যুগ্ম সম্পাদক মকসুদুর রহমান বুলবুল, নিজাম উদ্দীন নিজু, সদস্য ও কোচ মহসিনুল হক চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর ও চট্টগ্রাম জেলা হকি দলের চীফ দ্যা মিশন সাইফুল ইসলাম খান, কাউন্সিলর আক্তারুজ্জামান, আলী হাসান রাজু, সরওয়ার আলম চৌধুরী মনি প্রমুখ।