১৫ বিদেশিসহ ৪৮ ফুটবলারের দলবদল

11

শনিবার রাত ১২ টায় শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদল। মধ্যবর্তী দলবদলে ১৫ বিদেশিসহ ৪৮ জন ফুটবলার নিবন্ধিত হয়েছে। এর মধ্যে বড় নাম জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি আই লিগে কলকাতা মোহামেডানে খেলার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের জন্য নাম লিখেছেন তার পুরনো ক্লাব সাইফ স্পোর্টিংয়ে।
উল্লেখযোগ্য নাম আরো তিন জন। একজন নাইজেরিয়ান সানডে। আবাহনীর পুরনো এই ফরোয়ার্ড আবার ফিরে এসেছেন। আরেক নাইজেরিয়ান এলিটা কিংসলে নতুন পরিচয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বাংলাদেশের নাগরিকত্ব নেয়া এই ফরোয়ার্ড স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলবেন বসুন্ধরা কিংসে। বসুন্ধরা কিংস ওবায়দুর রহমান নামের এক কাতার প্রবাসী বাংলাদেশিকেও নিবন্ধিত করিয়েছে লিগের দ্বিতীয় পর্বের জন্য। জাতীয় দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে ফিরেছেন তার পুরনো ক্লাব ব্রাদার্সে।