১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র

22

জাপানি কোম্পানি মারুবিনির সঙ্গে যৌথ উদ্যোগে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি (ইজিসিবি)। এ লক্ষ্যে উভয় কোম্পানি একটি যৌথ মূলধনি কোম্পানি গঠন করবে। বিদ্যুৎ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার ৩ অক্টোবর মারুবিনি ও ইজিসিবির মধ্যে যৌথ মূলধনি কোম্পানি গঠনের চুক্তি হতে যাচ্ছে। ইজিসিবি এর আগে ফেনীর সোনাগাজীতে একটি সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। কেন্দ্রটির নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। ইজিসিবি সূত্র বলছে, চলতি মাসে বা নভেম্বরে কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে আসতে পারে। কেন্দ্রটি প্রথমে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করলেও এখন সেটি ১০০ মেগাওয়াটে উন্নীত করা হচ্ছে। ইজিসিবি সূত্রে জানা গেছে, ফেনীর সোনাগাজীতেই আরও একটি ১০০ মেগাওয়াট কেন্দ্র নির্মাণ করা হবে। এই কেন্দ্রটির যৌথ উদ্যোক্তা হচ্ছে মারুবিনি ও ইজিসিবি।
কেন্দ্রটির জন্য জমি অধিগ্রহণ শেষ করেছে ইজিসিবি। এখন কেন্দ্রের বিদ্যুতের দাম নির্ধারণ নিয়ে পিডিবির সঙ্গে আলোচনা চলছে। কেন্দ্রটির নির্মাণকাজ আগামী বছর শেষ করতে চায় ইজিসিবি। ইজিসিবি’র একজন কর্মকর্তা জানান, ফেনীর সমুদ্র উপকূলে সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য অনেক অনাবাদি জমি রয়েছে। এসব জমিতে এক সিজনের চাষাবাদ হলেও অন্য সময় খালি পড়ে থাকে। আবার ঝড়-জলোচ্ছ¡াসে কোনও কোনও বছর কৃষকরা ঘরে ফসল তুলতে পারেন না।