হোমিওপ্যাথি চিকিৎসা ছাড়া দেশে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়

9

 

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) চট্টগ্রাম জেলা আয়োজিত বিজ্ঞান সেমিনার গত ১৪ অক্টোবর নগরীর চকবাজারস্থ চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। ‘মস্তিষ্ক বিকৃত রোগীর চিকিৎসায় হোমিওপ্যাথিক প্রতিবিধান’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন ডা. এসএম ছালেহ জাহাঙ্গীর। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাহোপ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ। প্রবন্ধ উপস্থাপন করেন বাহোপ চট্টগ্রাম জেলার সিনিয়র সহ-সভাপতি ডা. আবদুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাহোপ কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মৃদুল কান্তি দে। বিশেষ বক্তা ছিলেন বাহোপ কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক (এনাম)। বিশেষ অতিথি ছিলেন বাহোপ চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক ডা. এমএ গণি, ডা. সাকিনা আক্তার লাকি, ডা. মহসিন, অধ্যাপক ডা. আবু ছিদ্দিক। আলোচনায় অংশ নেন ডা. আবদুর রাজ্জাক, ডা. ওমর ফারুক, ডা. মোহাম্মদ মুছা, ডা. এমএ ফজল প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, হোমিওপ্যাথি চিকিৎসা ছাড়া দেশে সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা কোন অবস্থাতেই সম্ভব নয়। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা ইতিমধ্যে রোগ জর্জরিত দেশের সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে। আরো বেশি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই চিকিৎসা দেশের বড় একটি অংশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বিজ্ঞপ্তি