হাটহাজারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল সম্পন্ন

22

 

হাটহাজারী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা গতকাল বিকাল ৩ঘটিকায় হাটহাজারী পার্বতি মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। হাটহাজারী পৌরসভা ফুটবল একাদশ ও মার্দাশা ফুটবল একাদশের মধ্যে তীব্র প্রতিদ্বন্ধিতা পূর্ণ খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংসিত অবস্থায় খেলা শেষ হলে টাইব্রেকারে মার্দাশা ৪-৩ গোলে হাটহাজারী পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মার্দাশা ফুটবল একাদশের জুয়েল ম্যান অব দ্যা টুর্নামেন্ট, পৌরসভার দীপ্ত দাশ ম্যান অব দ্যা ফাইনাল মনোনীত হন। হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাফর এর সভাপত্বিতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ট্রফি বিতরণ করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম বাশেক।
এতে আরও উপস্থিত ছিলেন কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল মহাজন, ছিপাতলী ইউ.পি চেয়ারম্যান নুরুল আহসান লাবু, হাটহাজারী পৌর নির্বাহী কর্মকর্তা বাবু বিপ্লব চন্দ্র মুহুরী, কাউন্সিলর শামসুল আলম চৌধুরী, আবু সরোয়ার চৌধুরী, শাহেদুল হক খোকন, মো. রাশেদ, সিরাজ মেহেদী, বিজয় দে, শাহেদুল আলম শাহিন, ইঞ্জিনিয়ার মুহিবুল হক, মো. সোহেল রানা, মো. ওসমান, সাকেরিয়া চৌধুরী সাগর, ফিফা রেফারী জি.এম চৌধুরী নয়ন, ইয়াছিন, আবুল বশর, আব্দুর রহিম, আব্দুল হালিম, সোহেল সিদ্দিকী, হোসেন মেহেদী, লিকন প্রমুখ। বিজ্ঞপ্তি