হজে যাচ্ছেন মুশফিক, উইন্ডিজ ট্যুর থেকে ছুটি

2

 

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। এই ইনিংস খেলার পথেই প্রথম বাংলাদেশি হিসেবে এই অভিজ্ঞ ডানহাতি ব্যাটার ছুঁয়েছিলেন টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক।
এমন ফর্মে থাকা ব্যাটারকে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে পাচ্ছে না বাংলাদেশ দল। ওই সময়ে হজ পালনে ব্যস্ত থাকবেন মুশফিক। শনিবার সকালেই তার না খেলার বিষয়টি সামনে আসে। বোর্ডের সঙ্গে মনোমালিন্যের কারণেই তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকতে চাইছেন না, ওঠে এমন প্রশ্নও। তবে বিসিবির ক্রিকেট অপরেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস জানালেন, এক মাস আগেই তাদের চিঠি দিয়েছেন মুশফিক।
মিরপুরে তিনি বলেছেন, ‘মুশফিক আমাদের অনেক আগেই বলে রেখেছিল, প্রায় একমাস আগে; তার হজে যাওয়ার পরিকল্পনা আছে। কিন্তু সে তখনও নিশ্চয়তা পায়নি, কারণ সে তখনও কোটার মধ্যে পড়ছিল না। যদি কোটা বাড়ে তাহলে হয়তো তার একটা সুযোগ থাকবে। চট্টগ্রামে যখন টেস্ট সিরিজ চলছিল, তখন সে নিশ্চয়তা পেয়ে তা আমাদের জানিয়েছে। সে হজে যাচ্ছে। সম্ভবত জুনের ২২ তারিখ থেকে তাকে পাওয়া যাবে না।’ ধর্মীয় কারণে মুশফিককে ছুটি দিতে আপত্তি জানায়নি বিসিবিও।