‘সড়ক পরিবহন শ্রমিকরা অর্থনীতির প্রাণশক্তি’

14

 

বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালন উপলক্ষে এক শ্রমিক সমাবেশ কদমতলী বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি হাজী একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম শরীফ চৌধুরী মাইজভান্ডারী। ইউনিয়নের দপ্তর সম্পাদক আবুল কাশেম ও কোষাধ্যক্ষ ছাইদুল হক মাষ্টারের যৌথ সঞ্চালানায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন, আন্তঃজিলা বাস মালিক সমিতির অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়নের সহ-সভাপতি আবুল কালাম, শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল, সহ-সম্পাদক আবু তাহের, মোঃ মুসলিম (ইসলাম), অর্থ সম্পাদক ছাইদুল হক মাষ্টার, সহ অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক আবুল কাশেম, সদস্য শহীদ, ওসমান প্রমুখ নেতৃবৃন্দ। শ্রমিক সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম শরীফ চৌধুরী মাইজভান্ডারী বলেন, মহান মে দিবস শ্রমজীবি মেহনতি মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। তিনি বলেন, দেশের সড়ক পরিবহন শ্রমিকেরা দেশের অর্থর্নীতির অন্যতম প্রাণশক্তি। কিন্তু পরিবহন শ্রমিকেরা প্রতিনিয়ত নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। তাই সড়ক পরিবহন শ্রমিকদের অধিকার প্রতিষ্টায় ঐক্যবদ্ধ থাকতে হবে। পবিত্র ঈদুল ফিতরের দিন বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কদমতলী বাস টার্মিনাল, অলংকার মোড়সহ বিভিন্ন স্থানে আন্তঃজিলার সদস্য পরিবহন শ্রমিকদের জন্য রান্না করা খাবার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি