স্মার্ট সন্দ্বীপ বলতে বুঝি নিরাপদ ও আরামদায়ক নৌ যাতায়াত : এমপি মিতা 

13

সন্দ্বীপ প্রতিনিধি: 
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে “স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩” এর আওতায় সন্দ্বীপে ‘স্মার্ট সন্দ্বীপ স্মার্ট চট্টগ্রাম’ বিনির্মাণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সন্দ্বীপ উপজেলা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকরা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিজেদের সুচিন্তিত পরামর্শ ও ধারনা লিখিত আকারে তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মঈন উদ্দিন, কৃষি অফিসার মেজবাহুল করীম, সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাস, সাউথ সন্দ্বীপ কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন, সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, ইলিয়াস সুমন, কাওসার মাহমুদ দিদার সহ অন্যান্যরা। কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে ইউএনও সম্রাট খীসা বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ঘোষণা দিয়েছেন চট্টগ্রামকে বাংলাদেশের প্রথম স্মার্ট জেলায় পরিনত করা হবে। এজন্য ১৫ উপজেলা থেকে ৩টি করে ও মহানগর থেকে ৫টিসহ মোট ৫০টি ধারনাপত্র নেয়া হবে। সন্দ্বীপ থেকে আমরাও চাই স্মার্ট সন্দ্বীপ গড়ার মধ্য দিয়ে চট্টগ্রাম জেলা স্মার্ট জেলায় পরিনত হবে।কর্মশালায় সংসদ সদস্য মিতা বলেন, প্রধানমন্ত্রী যখন ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছিলেন তখন এটা নিয়ে অনেকেই কৌতুক উপহাস করেছিল। আজ বাংলাদেশকে শতভাগ ডিজিটালাইজড করা হয়েছে। এবারো প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মান করা হবে। এমপি মিতা আরো বলেন, স্মার্ট সন্দ্বীপ বলতে আমি বুঝি নিরাপদ ও আরামদায়ক নৌ যাতায়াত। আমরা কাদা মাড়িয়ে মূল ভূ-খন্ডে যেতে চাই না, স্মার্টলি সহজে ওঠানামার মাধ্যমে নৌ-পথ পাড়ি দিতে চাই।