স্বেচ্ছাসেবক দল মহানগর শাখার প্রতিবাদসভা

8

 

সরকার সমর্থকরা স্বাধীন হলেও দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনতা এখন শূন্যের কোটায় উল্লেখ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের কার্যনির্বাহী সদস্য, নারী ও শিশু অধিকার ফোরাম নগর কমিটির দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সাজ্জাদ হোসেন খান বলেছেন- দীর্ঘদিন যাবৎ সুস্থ বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি না দিয়ে এ সরকার প্রমাণ দিয়েছে এদেশের কোন নাগরিকের স্বাধীনতা নেই। সাংবাদিক-গণমাধ্যমকর্মী অথবা বিশিষ্টজন-বিভিন্ন শ্রেণিপেশায় কর্মরত কোন মানুষ স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারছে না। সত্য কথা কিছু লিখলেই বা বললেই ডিজিটাল সিকিউরিটি সহ সরকার নিজেদের সুবিধামত তৈরি করা আইনগুলোর আওতায় এনে হয়রানি বা ইচ্ছেমত হেনস্থা করছে। ৭ বছরের শিশু থেকে শুরু করে গৃহবধূ কেউ রেহাই পাচ্ছে না। ইতিমধ্যে এ ধরণের আইনগুলোর দোহাই দিয়ে বিরোধী বা ভিন্ন মতের অনেককে কারাগারে পাঠানো হয়েছে। কারান্তরীণ আসলাম চৌধুরী একজন অধ্যাপক, নিপুণ রায় চৌধুরী একজন আইনজীবী, রুহুল আমিন গাজী একজন সাংবাদিক জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না। সম্প্রতি হাটহাজারীর হেফাজতের মামলায় হাইকোর্টের আইনজীবী মীর হেলাল উদ্দিন তাকেও সেখানে আসামী করা হলো। এ সরকারের প্রতিহিংসার শিকার হয়ে যুক্তরাজ্যের লন্ডনে আশ্রয় থাকতে হচ্ছে আরো একজন আইনজীবী আমাদের দেশেরই সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানাকে। এছাড়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি শওকত আজম খাজা, চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ অসংখ্য নেতৃবৃন্দ এ সরকারের মিথ্যা মামলায় জর্জরিত আছে। সর্বোপরি দেশকে ও দেশের শান্তিপূর্ণ রাজনীতি এবং তরুণ-যুব সমাজকে নষ্ট করার জন্য যা যা করা দরকার এ সরকার সমস্ত আয়োজন ইতিমধ্যে সম্পন্ন করেছে। স্বেচ্ছাসেবক দল নগরীর পশ্চিম ষোলশহরের কয়েকটি ইউনিট আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় সাজ্জাদ হোসেন খান এ কথা বলেন। সাওলাভ আহমেদ সালেহীন এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম নয়ন, সাব্বির আহমেদ, মো. সায়মন, মো. ইমরান, মো. বাবুল, মো. আবুল হাশেম, সেজাউল ইসলাম শয়ন, আকতার হোসেন লেদু, নিকাশ বড়ুয়া, জয়ন্ত কুমার, আসহাব মাহমুদ, পিয়াল লীলাময় চৌধুরী, আরিয়ান অহিদ, অন্তর আইচ প্রমুখ।