সেরা পারফরমেন্সের জন্য নগদ পুরস্কারের আশ্বাস চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের অনুশীলন সমাপন-জার্সি বিতরণ

15

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ২৩তম জাতীয় ক্রিকেট লীগ ২০২১-২২। প্রতিযোগিতা উপলক্ষে ১০ দিনের স্কিল ট্রেইনিং এর পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সপ্তাহব্যাপী অনুশীলন করেছে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দল।
গতকাল অনুশীলন সমাপনী ও জার্সি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, দলের চীফ দ্য মিশন কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরী আবির। এবারের জাতীয় ক্রিকেট লীগে চট্টগ্রাম বিভাগীয় দলের ম্যানেজার মনোনিত হয়েছেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক আবু সামা বিপ্লব। দলের হেড কোচ সাবেক জাতীয় খেলোয়াড় আফতাব আহমেদ, সহকারী কোচ সাবেক খেলোয়াড় মাসুম-উদ-দৌলা, ফিজিও শিমুল দাস এবং ট্রেইনার ইমদাদুল ফারহান বাপ্পী।
অনুষ্ঠানে বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্জ্ব আলী আব্বাস বলেন, বেশ কয়েকজন জাতীয় দলের খেলোয়াড়, এ দল এবং এইচপি দলের খেলোয়াড় রয়েছে এবারের চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলে। আমরা আশা করছি এবার ভালো ফলাফল করবে চট্টগ্রাম বিভাগীয় দল। দলের চীফ দ্যা মিশন আহসান ইকবাল চৌধুরী বলেন, এই প্রতিযোগিতায় ব্যক্তিগত পারফরমেন্সের পাশাপাশি দলগত ফলাফল খুবই গুরুত্বপূর্ন। নিজেদের সেরা নৈপূন্য প্রদর্শনের মাধ্যমে দলগত সাফল্য অর্জনে মনোনিবেশ করার আহŸান জানান তিনি, সেই সাথে সেরা পারফরমেন্সের জন্য নগদ পুরস্কার প্রদানেরও আশ্বাস প্রদান করেন।
আগামী ১৭-১০-২১ তারিখ থেকে (৪দিনের ম্যাচ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী বিভাগের সাথে নিজের ১ম খেলায় লড়বে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দল।
চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দল: মমিনুলহক সৌরভ (ক্যাপ্টেন), ইয়াসির আলী চৌধুরী রাব্বী, ইরফান সুক্কুর, নাইম হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান রানা, সাদিকুর রহমান, হাসান মুরাদ, ইফরান হোসাইন, মো. পারভেজ হোসাইন ইমন, তাসামুল হক, সাইফুল ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু, নোমান চৌধুরী ও সাজ্জাদুল হক রিপন।