সিনেমায় নায়িকাকে দেখতে না পেয়ে দুই ভক্তের মামলা!

6

 

কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা ডি আরমাসের দুই আমেরিকান ভক্ত হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্সের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে। তাদের অভিযোগ, ‘ইয়েস্টারডে’ নামের একটি ছবির ট্রেলারে আনা ডি আরমাসকে দেখে এটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভাড়া করে প্রতারিত হয়েছেন তারা। কারণ চূড়ান্ত অংশ থেকে তাকে ছেঁটে ফেলা হয়েছে। দুই ভক্তের নাম কনোর উয়োলফ ও পিটার রোজা। শুধুই আনা ডি আরমাসকে দেখার জন্য ‘ইয়েস্টারডে’ ভাড়া নিতে ৩.৯৯ ডলার (৩৫০ টাকা) করে গুনেছেন তারা। কিন্তু ছবিটিতে তাকে দেখতে না পেয়ে ভীষণ খেপেছেন উভয়ে। এ কারণে ক্যালিফোর্নিয়ায় দায়ের হওয়া মামলায় সব ভুক্তভোগী দর্শকের পক্ষ থেকে ৫০ লাখ ডলার (৪৩ কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়েছেন তারা। ভক্তদের মন্তব্য, লোক-ঠকানো বিপণনের শিকার হয়েছেন তারা। আনা ডি আরমাসের খ্যাতি, দীপ্তি ও প্রতিভাকে পুঁজি করে ইউনিভার্সাল পিকচার্স এমন একটি চলচ্চিত্রের প্রচারণা চালিয়েছে যেখানে তাকে রাখাই হয়নি। মামলাকারী ভক্তরা মনে করেন, ট্রেলারে আনা ডি আরমাসকে রাখার উদ্দেশ্য ছবির কাটতি বাড়ানো ও দর্শকদের প্রলুব্ধ করা।