সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ হেরেও চ্যাম্পিয়ন ইয়ং স্টার রানার আপ কোয়ালিটি ব্লুজ

17

 

সিজেকেএস-বাকলিয়া কনস্ট্রাকশন তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে টানা ৫ ম্যাচ জিতলেও গতকাল সুপার ফোর পর্বে নিজেদের শেষ খেলায় ইয়ং স্টার ক্লাব ৩ উইকেটে কাস্টমস স্পোর্টস ক্লাবের কাছে হেরে যায়। তবে এ পরাজয় তাদের শিরোপা জয়ে বাধ সাধতে পারছেনা। কারণ তাদের পয়েন্ট এখন ১৫। আগামী ১৯ মে কোয়ালিটি ব্লুজ এবং সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যে অনুষ্ঠেয় খেলায় কোয়ালিটি ব্লুজ জয়লাভ করলে তাদেরও পয়েন্ট হয়ে যাবে ১৫। তখন ‘হেড টু হেড’ ভিত্তিতে ইয়ং স্টারই চ্যাম্পিয়ন ও রানার্স আপ হবে কোয়ালিটি ব্লুজ। আবার চ্যাম্পিয়নকে হারালেও রানার আপের সুযোগও পাচ্ছে না কাস্টমস। কারণ লিগের শেষ ম্যাচে কোয়ালিটি ব্লুজ (১২ পয়েন্ট) সাতকানিয়ার কাছে যদি হেরেও যায় তবে ‘হেড টু হেড’ ভিত্তিতে কাস্টমসকে টপকে ২য় স্থান তাদেরই থাকবে।
গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কাস্টমস স্পোর্টস ক্লাব টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় ইয়ং স্টার ক্লাবকে। ইয়ং স্টার ক্লাব নির্ধারিত ৪০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে। দলের হয়ে ফাবিয়ান মোস্তফা ১০২ বল খেলে ৫৫ রান করেন। ৩টি চার এবং ২টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া ফজলুল সোবহান ৩১, মেহেরাজ হোসেন ১৩ এবং নয়ন নাথ ২০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৩ রান। কাস্টমস স্পোর্টস ক্লাবের আনাস ইবনে আজাদ ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট পান ফেরদৌস হোসেন এবং আবদুর রহমান। জবাবে কাস্টমস স্পোর্টস ক্লাব ৩৮.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের আতিক হাসান ৩৩ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন, তিনি ৩টি ছক্কা হাঁকান। অন্যদের মধ্যে আবদুল্লাহ নোমান ৩৩, শাহরিয়ার হোসেন ২০,ফেরদৌস হোসেন ১৭ এবং সাব্বির হোসেন ১৬ রান করেন। অতিরিক্ত ২৭ রান। ইয়ং স্টার ক্লাবের রাকিবুল করিম ১৯ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন, ২টি করে উইকেট নেন মো. ইয়াসিন এবং তামিম ওয়াহিদ।