সাকিবকে টপকে দুইয়ে স্টোকস

26

বীরোচিত পারফরম্যান্সে হেডিংলি টেস্টে ইংল্যান্ডকে অভাবনীয় জয় এনে দিয়েছেন বেন স্টোকস। পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে র‌্যাঙ্কিংয়ে। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন এই ইংলিশ অলরাউন্ডার। দুই থেকে তিনে নেমে গেছেন একসময় শীর্ষে থাকা সাকিব আল হাসান। হেডিংলি টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৫ রানের মহাকাব্যিক ইনিংস খেলে দলকে জেতান স্টোকস। ম্যাচে বল হাতে উইকেট নেন চারটি। এই পারফরম্যান্সে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে উঠেছেন তিনি দুইয়ে। স্টোকসের রেটিং পয়েন্ট এখন ৪১১, তার ক্যারিয়ার সেরা। সাকিবের পয়েন্ট ৩৯৯। ৩৯৫ রেটিং পয়েন্ট নিয়ে তিন থেকে চারে নেমে গেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। শীর্ষে আগের মতোই আছেন জেসন হোল্ডার। ক্যারিবিয়ান অধিনায়কের রেটিং পয়েন্ট ৪৩৩।
ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও নিজের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে উঠেছেন স্টোকস। ১৩ ধাপ এগিয়ে উঠেছেন তিনি ১৩তম স্থানে।

শান্তি’র বার্তা নিয়ে কাশ্মীরে যাবেন মিয়াদাদ

কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে দাঁড়ালেন জাভেদ মিয়াদাদ। শান্তির বার্তা নিয়ে ভারত-পাকিস্তান বর্ডারে আসার প্রতিশ্রুতি দিলেন প্রাক্তন পাক অধিনায়ক। টুইটারে এক ভিডিও বার্তায় সাবেক পাক ওপেনার বলেন, শান্তির বার্তা নিয়ে আমি বর্ডারে যাব। এ ব্যাপারে শীর্ষকর্তা এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। বর্ডারে গিয়ে শান্তির বার্তা দিতে আমি প্রত্যেকের সঙ্গে বলব। আমার হাতে থাকবে শান্তির পতাকা। আমার সঙ্গে অন্যরাও যোগ দিতে পারেন।