সর্বজনীন রেশনব্যবস্থা চালুর দাবিতে বাসদের সমাবেশ

10

 

সর্বজনীন রেশনব্যবস্থা চালু, প্রতিটা ওয়ার্ডে টিসিবির বিক্রয়কেন্দ্র চালু, খাদ্যপণ্যের রাষ্ট্রীয় বাণিজ্য চালু ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে নগরীতে সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা। বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সদস্যসচিব শফিউদ্দিন কবির আবিদের সভাপতিত্বে গত ৩০ মে নগরীর শুভপুর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সদস্য জাহেদুন্নবী কনক, দীপা মজুমদার প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অসহনীয় মূলবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হলে সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে হবে। অথচ সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের রক্ষা করছে।
আওয়ামী লীগ সরকার টিসিবির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের কথা বললেও, টিসিবির সক্ষমতা বাড়ান হয়নি। মাত্র ২৭৫ জন জনবল, সারা দেশে ৪০০ ট্রাকে অল্প পণ্য বিক্রি করে কিভাবে বাজার নিয়ন্ত্রণ সম্ভব? সাড়ে ৪ হাজার ইউনিয়নে ন্যূনতম একটি এবং জনসংখ্যা অনুযায়ী পৌরসভা ও সিটি কর্পোরেশনে ট্রাক রাখতে চাইলে, ট্রাকের প্রয়োজন হতো অন্তত ৬ হাজার। ফলে টিসিবির ট্রাক বা ফ্যামিলি কার্ড এ দুঃসহ সংকট কাটাতে সামান্য ভূমিকাও রাখতে পারছে না। তাই মুনাফালোভী সিন্ডিকেটের হাত থেকে সীমিত ও নির্দিষ্ট আয়ের মানুষকে কিছুটা বাঁচাতে হলে রেশনব্যবস্থা পুনঃপ্রবর্তন করতে হবে। পুলিশ, বিডিআর, আর্মিকে যদি চাল, ডাল, তেল, আটা, চিনি নামমাত্র মূল্যে রেশন দেওয়া যায়, তাহলে সাধারণ মানুষকে কেন রেশনের আওতায় আনা যাবে না? বিজ্ঞপ্তি