সরফরাজকে ক্ষমা করেছে দ. আফ্রিকা

51

ডারবানে দ্বিতীয় ওয়ানডেতে বর্ণবাদী আচরণে অভিযুক্ত পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে ক্ষমা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
অ্যান্ডাইল ফেলুকোয়ায়োর অলরাউন্ড নৈপুণ্যে ওই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। ৮০ রানে ৫ উইকেট হারানোর পর রাসি ফন ডার ডাসেনের সঙ্গে তার ১২৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে নাটকীয় জয় পায় স্বাগতিকরা।
৬৯ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ফেলুকোয়ায়োর পেছনে থাকা উইকেটরক্ষক সরফরাজের বর্ণবাদী মন্তব্য ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনে। এনিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠলে টুইটারে ক্ষমা চান পাকিস্তানি অধিনায়ক। অবশ্য নির্দিষ্ট করে কারও কাছে দুঃখ প্রকাশ করেননি তিনি।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ট্রেনিং সেশন শেষে ফাফ দু প্লেসিস বলেছেন, ‘আমরা তাকে ক্ষমা করে দিয়েছি কারণ সে অনুতপ্ত। তার মন্তব্যের জন্য সে ক্ষমা চেয়েছে। এখন এটা আমাদের হাতে নেই। আইসিসি বিষয়টা দেখবে।’
ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের কাছ থেকে রিপোর্ট পেয়েছে আইসিসি। সরফরাজের ভাগ্যে কী ঘটবে, সেটা নির্ধারণ করবে তারাই।