সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পূজামন্ডপে হামলা

7

 

সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও রংপুরসহ সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে যৌথভাবে বিক্ষোভসহ মানববন্ধন সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, জেলা ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ। গত ২৬ অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু। পূজা মন্ডপ ভাংচুর ও সংখ্যালঘু পরিবারের উপর হামলা-লুটপাটের ঘটনায় জড়িতদেরকে অবিলম্বে গ্রেফতারসহ উপযুক্ত শাস্তির দাবী জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদের মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এফ এফ আকবর খান, জেলা ইউনিটের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. বোরহান উদ্দিন, হাটহাজারী থানা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম, আকবর শাহ থানা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নূর উদ্দিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম স্বাক্ষী বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, ট্রেড ইউনিয়ন নেতা বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত, সিইউজে’র সদস্য সাংবাদিক রনজিত কুমার শীল, মরহুম এম.এ আজিজের পুত্র মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল ও সদস্য সচিব কামরুল হুদা পাভেল। বিজ্ঞপ্তি